না.গঞ্জে বেপরোয়া কিশোর গ্যাং, এবার হামলার শিকার যুবদল সভাপতি

শেয়ার করুণ

নারায়ণগঞ্জে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে কিশোর গ্যাং। এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (২৪) নং ওয়ার্ড যুবদল নেতা আক্তার জাহিদ কিশোর গ্যাং এর হামলায় মারাত্মক আহ্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত মঙ্গলবার ২৮ শে সেপ্টেম্বর রাতে ২৪ নং ওয়ার্ড এলাকার নবীগন্জ বাগবাড়ী এলাকায় আক্তার জাহিদ কিশোর গ্যাং এর হামলায় মারাত্মক আহ্ত হন। তার ডাক চিৎকারে আশপাশের এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিলে প্রথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন চিকিৎসকরা।বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের মাথা মুখ মন্ডল তলপেটে ধারালো চাপাতি ছুরি লোহার রড চাকুর আঘাত রয়েছে ও শতাধিক সেলাই লেগেছে।প্রতিটা পাড়া মহল্লায় কিশোর গ্যাং সদস্যরা বিভিন্ন নাম দিয়ে কিশোর গ্যাং গ্রুপ বানিয়ে না না রকম অপরাধ করে বেড়াচ্ছে এমনকি তাদের গ্রুপ ভাইরাল হওয়ার জন্য অপহরন করে নিয়ে মোটা অংকের চাদাঁ দাবী করে পরিবারের কাছে ভিডিও বার্তা পাঠানোর ঘটনা ঘটছে এমন কি কিশোর গ্যাং সদস্যের হাতে ডিবি পুলিশের সদস্য পর্যন্ত ছিনতাইয়ের শিকার হচ্ছেন।

জাহিদ সাবেক মহানগর যুবদলের আহবায়ক ও সিটি কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এর নেতৃতাধীন কমিটি ওয়ার্ড যুবদলের নেতার দায়িত্ব পালন করে এসেছেন। এ ঘটনায় বন্দর থানায় মামলার প্রস্তূতি চলছে জানান আক্তার জাহিদের ঘনিষ্ট সহযোগী আল আমিন।

নিউজটি শেয়ার করুণ