না.গঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

শেয়ার করুণ

নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর চান মার্কেটের পাশে পাইলিং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— মোহাম্মদ হৃদয় (১৮) ও মো. হানিফ (২০)।

আজ শুক্রবার (২৬ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে অচেতন অবস্থা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের সহকর্মী মো. মাসুদ ঢাকা পোস্টকে বলেন, মদনপুরের চাঁদ মার্কেটের পাশে একটি ফ্ল্যাটে পাইলিং কাজ করার সময় দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তারা নির্মাণ শ্রমিক ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। উদ্ধার করে নিয়ে আসা সহকারী মাসুদ জানিয়েছেন, পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুণ