না.গঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, প্রত্যাহার হননি ডিবির কনক, হয়নি তদন্ত কমিটি

শেয়ার করুণ

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে ডিবির আলোচিত এসআই কনক প্রত্যাহার হননি। তার বিরুদ্ধে কোনো প্রকার তদন্ত কমিটিও গঠিত হয়নি বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আমির খসরু।

আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি গনমাধ্যমকে বলেন, ‘আমার জানামতে প্রত্যাহার হননি। বিভিন্ন গণমাধ্যমের তার প্রত্যাহারের সংবাদ ও তদন্ত কমিটি গঠিত হওয়ার খবরের বিষয়ে তিনি বলেন, না, এ জাতীয় কিছু আমার নলেজে নাই।

অন্যদিকে জাতীয় ও স্থানীয় বেশকিছু গণমাধ্যমে তার প্রত্যাহারের সংবাদ সম্পর্কে জেলা পুলিশ সুপার কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন। আজ সকালে তিনি মুঠোফোনে বলেন, ‘এইসব ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। আমি সরি ভাই, এক্সট্রিমলি সরি।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) নারায়ণগঞ্জ চৌধুরী পারভেজ বলেন, ‘তার প্রত্যাহারের কোনো তথ্য আমাদের কাছে নাই। প্রত্যাহার হলে আমি চিঠি পেতাম। এসব ক্ষেত্রে সরকারি আদেশ লাগে, যা আমরা পাইনি।’

অন্যদিকে বেশকিছু গণমাধ্যমে এসআই কনকের প্রত্যাহারের বিষয়টি জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর, ডিবি (পশ্চিম) ফখরুদ্দিন ভূঁইয়া নিশ্চিত করেন বলে সংবাদ প্রকাশিত হলেও বিষয়টি জানেন না বলে জানিয়েছেন ফখরুদ্দিন। আজ আজ শুক্রবার সকালে মুঠোফোনে তিনি বলেন, ‘সরি ভাইয়া, আমি সঠিক জানি না, আমি বলতে পারি না।’

গণমাধ্যমে তার নাম আসার বিষয়ে তিনি বলেন, ‘এভাবে নাম দিলে তো হবে না। আমি ছুটিতে আছি, এ বিষয়ে বলতে পারবো না।’

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যুবদলকর্মী রাজা আহমেদ শাওন ওরফে শাওন প্রধান মারা যান। এর প্রতিবাদে দেশজুড়ে ধারাবাহিক বিক্ষোভ করছে বিএনপি। তারা অভিযোগ করছে, কনকের গুলিতেই রাইফেল থেকে তার গুলি বর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সংঘর্ষে শাওন আহমেদ রাজা নামে এক যুবদল কর্মী নিহত হন। ২৬ জন গুলিবিদ্ধসহ আহত হন আড়াইশ জন।

সূত্রঃ বিডি২৪লাইভ

নিউজটি শেয়ার করুণ