বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ জেলার প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় পুলিশের গুলিতে বিএনপির ১জন কর্মী নিহত এবং শতাধিক আহত হবার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি এবিএম সিরাজুল মামুন ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাক্তার শরীফ মোহাম্মদ মোসাদ্দেক।
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) খেলাফত মজলিসের মহানগর মিডিয়া সম্পাদক জাহিদ হাসান কর্তৃক প্রেরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন,মানুষ যখন তাদের বাঁচার অধিকার নিয়ে রাস্তায় নামছে বা আন্দোলন করছে,মানুষের জানমালের নিরাপত্তা দেয়ার কথা যাদের,তারা আজ দখলদার সরকারকে টিকিয়ে রাখার জন্য ইসরাইলী নাৎসি বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বুলেটের আঘাতে জনগণের বুক ঝাঁঝরা করছে,রাজপথ রক্তে রঞ্জিত করে তুলছে,জনগণের টুঁটি চেপে ধরার চেষ্টা করছে।জনগণের প্রতিবাদ করার নূন্যতম অধিকারও তাঁরা কেড়ে নিয়েছে,মুখে গনতন্ত্রের কথা বললেও তাঁরাই আজ গণতন্ত্রকে হত্যা করেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশের জনগণকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করেছে বর্তমান সরকার ।তাই এখন সময় এসেছে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিষ্ট সরকারকে উৎখাত করতে তীব্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।
নিহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ বলেন,এই শোক সইবার মতো নয়। নিহতরা এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে দিকনির্দেশক হয়ে রইলেন।
খেলাফত মজলিসের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।