না.গঞ্জে বিএনপির বিজয় দিবস উপলক্ষে বিশাল বিজয় র‌্যালী

শেয়ার করুণ

মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল বিজয় র‌্যালী করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

শুক্রবার (১৬ ডিসেম্বর)  সকাল ১০টায় নগরীর ডিআইটি জামে মসজিদের সামনে থেকে জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকনের নেতৃত্বে এ র‌্যালী বের হয়। এসময় র‌্যালীতে হাজারো নেতাকর্মী অংশ নিয়েছেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল ছিলো নারায়ণগঞ্জ। র‌্যালীটি শহরের দুই নাম্বার গেট প্রদক্ষিণ করে কালিবাজার হয়ে চাষাড়ায় বিজয়স্তম্ভের সামনে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ হয়।

এর আগে নগরীর ডিআইটি জামে মসজিদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিজয় র‌্যালীর উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন।

বিএনপির এ বিজয় র‌্যালীকে কেন্দ্র করে সকাল ৮টার পর থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মীরা ডিআইটি অভিমুখে অগ্রসর হতে শুরু করেন। বিজয় দিবসের ব্যানারের পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পোস্টার দেখা গেছে র‌্যালীতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে।

র‌্যালীতে অংশ নিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু, মাশুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, জুয়েল আহম্মেদ, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন শিকদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ—সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিয়াদ চৌধুরী, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুর রহমান স্বপন, বিএনপি নেতা ও নাসিক ২নং ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুণ