না.গঞ্জে বাকিতে সিঙাড়া না পেয়ে রেস্তোরাঁ মালিকের শরীর ঝলসে দিলো যুবক

শেয়ার করুণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাকিতে সিঙারা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রেস্তোরাঁ মালিকের শরীরে গরম তেল ঢেলে দেয় এক যুবক।

আজ মঙ্গলবার (২০ জুন) রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১৯ জুন) রাত ৯টায় উপজেলার মুড়াপাড়ার টঙ্গীরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাহমুদাবাদ এলাকার আব্দুল জব্বারের ছেলে রিপন। অভিযুক্ত ব্যক্তির নাম রাব্বি শিকদার।

স্থানীয়রা জানান, উপজেলার টঙ্গীরঘাট এলাকায় রিপনের রেস্তোরাঁর দোকান রয়েছে। ওই এলাকার মাদকসেবী রাব্বি প্রায়ই দোকান থেকে বাকিতে পুরি-সিঙারা খেত। সোমবার রাতে রাব্বি বাকিতে সিঙারা চায়। এ সময় রিপন অনীহা করলে ক্ষিপ্ত হয়ে কড়াইয়ে থাকা গরম তেল শরীরে ঢেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, সোমবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুণ