নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ফ্ল্যাটবাসায় আগুনে ব়্যাবের এক সদস্যসহ দুইজন আগুনে দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে৷ দু’জনই আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন৷
দগ্ধরা হলেন- ব়্যাব-১১ এর সদস্য অভিজিৎ সিং (২৮) এবং তার বন্ধু টুম্পা রানী দাস (২৮)৷
আজ (১৪ আগস্ট) বৃহস্পতিবার ভোরের দিকে নিতাইগঞ্জের ভবানীগঞ্জ এলাকায় একটি ভবনের ফ্ল্যাটে অগ্নিকান্ডের ঘটনায় তারা দগ্ধ হন বলে জানিয়েছে পুলিশ৷ তবে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি৷
দুপুরে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, ব়্যাব সদস্য অভিজিৎ সিং এর শরীরের ৯০ শতাংশ এবং টুম্পা রানীর ৭০ শতাংশ দগ্ধ হয়েছে৷ দু’জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক৷
তাদের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানান এই সার্জন৷
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ‘আগুনের একটি খবর পেয়েছি৷ দুজন দগ্ধ হয়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন৷ তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে তদন্তে পুলিশ পাঠানো হয়েছে৷’
অগ্নিকান্ডের সূত্রপাত নিরূপনে কাজ করছেন বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহাম্মদ৷