না.গঞ্জে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম

শেয়ার করুণ

জেলার বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে হোসিয়ারি ব্যবসায়ীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বন্দরের ঝাউতলাস্থ ইলিয়াস শাহ’র মাজার সামনে এ ঘটনা ঘটেছে।  

গুরুত্বর আহত শাহ পরান( ৩৩)কে জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। এ ঘটনায় আহত হোসিয়ারী ব্যবসায়ী বড় ভাই আল আমিন বাদী হয়ে বুধবার দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 


আহতের পরিবার সূত্রে জানা গেছে, বন্দরের মিরকুন্ডী এলাকার সিরাজুল ইসলামের ছেলে ব্যবসায়ী শাহ পরানের সাথে বালুচর এরঅকার হামিদ মিয়ার ছেলে ফারুকের সাথে দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল।

এর জের ধরে শত্রুতার জের ধরে গত মঙ্গলবার রাতে বালুচর এলাকার হামিদ মিয়ার ছেলে ফারুক, ইমন,  ইব্রাহিমসহ ৭/৮ জন মিলে লাঠি দিয়ে এলোপাতাড়ি  ভাবে পিটিয়ে  শাহ পরানকে গুরুত্বর জখম করে।

ওই সময় হামলাকারিরা শাহ পরানের কাছ থেকে ২ টি মোবাইল সেট ও নগদ ৩৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায়  আহতের বড় ভাই আল আমিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

নিউজটি শেয়ার করুণ