না.গঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: ৮১৪ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

শেয়ার করুণ

পদযাত্রা কর্মসূচিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় মামলা হয়েছে। বিএনপির ৮১৪ নেতাকর্মীর বিরুদ্ধে এই মামলা রেকর্ড হয়েছে।

আজ সোমবার (২১ আগস্ট) দুপুরে সোনারগাঁ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ ১১৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এছাড়া ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৭০০ জনকে আসামি করা হয়েছে।

এ ব্যাপারে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

এর আগে গত ১৯ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবস্থান নিলে পুলিশ তাদের সরে যাওয়ার অনুরোধ করে। তবে পুলিশের অনুরোধ উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা মিছিল শুরু করলে পুলিশ তাদের বাঁধা দেয়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল ছুঁড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা রবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুণ