না.গঞ্জে পুকুরে গোসল করতে নেমে নিহত ১

শেয়ার করুণ

জেলার বন্দরের পুকুরে গোসল করতে নেমে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় নবীগঞ্জ এলাকায় ওই ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল ওই পুকুর হতে নিহতের মৃতদেহটি উদ্ধার করে।

নিহতের নাম বাবুল (৪০)। সে নবীগঞ্জ এলাকার নূর মোহাম্মদের ছেলে।

জানা গেছে, বন্দরের নবীগঞ্জ বাগের জান্নাত কবরস্থানের পূর্ব পাশে পুকুরে গোসল করতে যায় বাবলু। কর্মক্ষেত্র থেকে ফিরে নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থানের উত্তর পাশে গোসল করতে নামে বাবুল মিয়া। এরপর বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল পুকুরর নেমে লাশ উদ্ধার করে।

এ ঘটনার সংবাদ পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ি’র উপ-পরিদর্শক (এসআই) আলমগীর ও বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরাতল প্রস্তুত করেন।

নিউজটি শেয়ার করুণ