না.গঞ্জে নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

শেয়ার করুণ

অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবিতে পুলিশ প্রশাসনের হামলা ও গ্রেফতার হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ব্যানারে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে চাষাঢ়া-হাজিগঞ্জ সড়কে এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা এড. বারি ভূইয়া, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম, জেলা বিএনপি নেতা আলাউদ্দিন খান শিপন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মইনুল হোসেন রতন, জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, ফতুল্লা থানা বিএনপি নেতা আলমগীর হোসেন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক মনির হেসেন, সদস্য সচিব জসিম উদ্দিন, বক্তাবলি ইউনিয়ন যুবদলের আহবায়ক আমির হোসেনসহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নয়াপল্টনের সামনে বিএনপি মিটিং করার অনুমতি চেয়েছে সরকার এবং তার পেটোয়া বাহিনি অনুমতি দেয় নাই। তারা বিএনপির এই সমাবেশকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য তারা গতকাল বিএনপির নিরস্ত্র নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্য গুলি করে আহত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

নিউজটি শেয়ার করুণ