না.গঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস উঠে গেল ফলের দোকানে

শেয়ার করুণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে আইল্যান্ড ভেঙ্গে একটি ফলের দোকানের উপর যাত্রীবাহী বাস উঠে গেছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় পুলিশ।

এসময় ফলের দোকান ও বাসটির সামনের অংশ ভেঙ্গে যায়।

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ওসি আবুল কাশেম বলেন, বিকেল তিনটার দিকে একটি বাস কাঁচপুর মোড়ে একটি আইল্যান্ডের উপর উঠে যায়, পরে সেটি গিয়ে একটি ফলের দোকানকে ধাক্কা দেয়। বাসটির ব্রেক ফেল হয়ে গিয়েছিলো বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর বাস চালক পালিয়ে যায়। বর্তমানে বাসটি আমাদের জিম্মায় রয়েছে।

নিউজটি শেয়ার করুণ