না.গঞ্জে নিজ গৃহে গৃহবধু ধর্ষণের শিকার, র‍্যাবের হাতে গ্রেপ্তার ধর্ষক

শেয়ার করুণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাসায় সাবলেট ভাড়াটিয়া কর্তৃক গৃহবধৃ ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত হৃদয় প্রধান(৩০) চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কৃষ্ণপুর গ্রামের মৃত ওয়াহেদ প্রধানের ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানি ঢাকার শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১১।

র‌্যাব জানায়, হৃদয় প্রধান (৩০) এবং ভিকটিম (২৫) সিদ্ধিরগঞ্জের পাইনাদি কেন্দ্রিয় জামে মসজিদের পিছনে মমিন মিয়ার বাড়ির ২য় তলার ফ্ল্যাটে সাবলেট হিসেবে স্ব-পরিবারে বসবাস করত।

গত ২১ ডিসেম্বর দুপুরে হৃদয় প্রধান ভিকটিমকে বাসায় একা পেয়ে ভিকটিমের ব্যবহৃত উড়না দিয়ে হাত-পা বেঁধে জোরপূর্বক ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শণ করে কৌশলে আত্মগোপন করে।

এঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধু নিজে বাদী হয়ে ২৫ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-৪৬।

মামলার সূত্রধরে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল হৃদয় প্রধানকে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর হৃদয় প্রধান ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

র‌্যাব আরও জানায়, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুণ