না.গঞ্জে দ্বিতীয় বিয়েতে রাজি না হওয়ায় বাবা-ভাইয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

শেয়ার করুণ

বাবার পছন্দ সই পাত্রের সাথে দ্বিতীয় বিয়েতে রাজী না হওয়ায় বিদেশে যেতে বাধা প্রদানসহ মারধর করে বাসা থেকে বের করার অভিযোগে বাবা ও ভাইয়ের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছে হালিমা আক্তার (৩১) নামক এক নারী। হালিমা আক্তার ফতুল্লা মডেল থানার রেল স্টেশন এলাকার কবির হোসেনের মেয়।

আজ শুক্রবার(৭অক্টোবর) ভুক্তভোগী ঐ নারী বাদী হয়ে বাবা কবির হোসেন (৫৮) ও ছোট ভাই আশরাফ উদ্দিনের (২৫) বিরুদ্ধ ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, বিগত পাঁচ বছর পূর্বে বাদীর সাথে তার স্বামীর ডিভোর্স হয়। এরপর থেকে সে ফতুল্লা রেলস্টেশনস্থ তার মায়ের মালিকানাধীন বাড়ীতে বসবাস করে একটি এনজিওতে চাকুরি করে আসছে।

বাদীর মা বেশ কয়েক বছর পূর্বেই মারা গেছে। ওয়ারিশ সূত্রে মায়ের রেখে যাওয়া বাড়ীটির মালিক বাদী সহ তার ভাই বোনেরা। বাদী এনজিওতে চাকুরী করা কালীন সময়ে তার বাবা কে নিয়মিত টাকা পয়সা দিয়ে সহোযোগিতা করে আসতো।

সাম্প্রতিক সময়ে বাদীর বাবা ও ছোট ভাই বাদীর অমতে এক বয়স্ক পাত্রের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করলে বাদী অপরাগতা প্রকাশ করে বিদেশ যাওয়ার চেষ্টা করে আসছিলো। এতে করে অভিযুক্তরা বেশ ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকাল নয়টার দিকে বাদীর পাসপোর্ট ছিনিয়ে নিয়ে মারধর করে বাসা থেকে বের করে দেয়।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন জানায়, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুণ