না.গঞ্জে দেড় কেজি গাঁজাসহ মোহন,মনির,রনি ও ইয়াকুব গ্রেফতার

শেয়ার করুণ

ফতুল্লায় গাঁজা সহ চার যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার উত্তর নরসিংপুর কামাল বাজারের জসিম উদ্দিনের পুত্র মোহন (৪০), মাসদাইর পতেঙ্গা মোড়ের মৃত মজিবুর রহমানের পুত্র মো. মনির (৩৭), নরসিংপুর কাউয়াপাড়ার সফর আলীর পুত্র রনি (২৭) ও টাগারপাড় এলাকার মৃত জালু শেখের পুত্র ইয়াকুব (৩৮)।

রোববার ভোর সকাল সাড়ে পাচটার দিকে তাদের কে ফতুল্লার উত্তর নরসিংপুর কাউয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে পুলিশ দেড় কেজি গাঁজা উদ্ধার করে।

পুলিশ জানায় রোববার ভোর সকাল সাড়ে ৫ টার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির(২) সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লার উত্তর নরসিংপুস্থ কাউয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা সহ মোহন, রনি, ইয়াকুব ও মনির কে গ্রেপ্তার করে। এবিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুণ