না.গঞ্জে তেলের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ২৫

শেয়ার করুণ

নারায়ণগঞ্জের বন্দরে তেলের ব্যবসা নিয়ন্ত্রণ করা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অটোরিকশা ভাঙচুর, আগুন ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার (২২ অক্টোবর) বিকেলে বন্দরের আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চর ধলেশ্বরী নদীতে তেলের ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে অনিক ও রমজান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিকেলে রমজানকে অনিকসহ ২০/২৫ জনের একদল সন্ত্রাসী কুপিয়ে জখম করে। এসময় তারা অটোরিকশা ভাঙচুর, আগুন ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

পরে দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় নারী সহ ১৫ আহত হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্রঃ একাত্তর টিভি

নিউজটি শেয়ার করুণ