না.গঞ্জে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

শেয়ার করুণ

জেলার সোনারগাঁয়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সোনারগাঁও পৌরসভার নোয়াইল, বালুয়াদিঘীরপাড় সহ চার গ্রামের ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।

এ সময় ৬ কিলোমিটার এলাকার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নারায়নগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামনি।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মো.মনিরুজ্জামান বলেন, সোনারগাঁও পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালানো হয়।

এ এলাকার স্থানীয় বাসিন্দারা ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ নিয়ে রান্নার কাজ চালিয়ে আসছে। অবৈধ গ্যাস সংযোগের ফলে সরকার প্রতি বছর কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।

পরবর্তীতে কেউ যদি পূনরায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেয় তবে নিয়মিত মামলা ও জেল-জরিমানা করা হবে বলে হ্যান্ড বিল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, মেঘনাঘাট অঞ্চলের প্রকৌশলী তানভীর হাসান ও আতি

নিউজটি শেয়ার করুণ