নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে সাজেদা বেগম নামে এক নারী নিহত হয়েছে। এসময় সিএনজিতে থাকা শিশুসহ আরও ছয়জন আহত হয়।
আজ বুধবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় পূর্বাচলের ৩শ’ ফিট সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিটি রাজধানীর খিলখেত থেকে আড়াইহাজারের বিশনন্দির দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় সিএনজিটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে শিশু সহ ছয়জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পথেই এক নারীর মৃত্যু হয় ও দুই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সাজেদা নামে এক নারী মারা গেছেন। বাকিরা চিকিৎসাধীন আছেন। এর মধ্যে রাব্বি (১০) নামে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।