ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝুটের চারটি গোডাউন (পোশাক শিল্পের বর্জ্য রাখার ঘর) পুড়ে ছাই হয়ে গেছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের গোদনাইল এলাকায় বুধবার (৫ অক্টোবর) দিনগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে।
সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমীন মোল্লা।
তিনি জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসী রাত ১.২৫ টার দিকে আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিষয়টি জানায়। খবর পাওয়া মাত্রই রাত ১.৩৫ টার দিকে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে প্রায় সাড়ে ৪ ঘণ্টা চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে।