না.গঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু

শেয়ার করুণ

সিদ্ধিরগঞ্জে আগুনে দগ্ধ শ্রমিক শাহজালাল (৫২) নয় দিন পর মারা গেছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুবরণ করেন তিনি। 


গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় শাহজালাল আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


নিহত শাহজালাল সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উত্তরপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। সে জালকুড়ি পশ্চিমপাড়া ঝুটপট্টি এলাকার মো. পিন্টুর ঝুটের গোডাউনে কাজ করতো। 


বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুণ