না.গঞ্জে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

শেয়ার করুণ

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার মাজারের সামনে একটি দ্বিতীয় তলা ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে ছাদে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শ্রমিকের নাম সোহেল (৩৫)। তিনি ভূলতা ইউনিয়নের মাসুমাবাদ এলাকার আইয়ুব আলীর ছেলে। তার স্ত্রী ও দুই মেয়ে এক ছেলে সন্তান রয়েছে। বর্তমানে গোলাকান্দাইল ইউনিয়নের মধ্যপাড়া এলাকার রফিকুলের বাড়ির ভাড়াটিয়া। নিহতের হুপু বলেন, গত কয়েক দিন ধরে সোহেল কাজ করছিলেন।

কিন্তু সোহেল ছাদের পিলারে কাঁঠ লাগানোর সময় ছাদ থেকে নিচে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা কলেজ মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূতলা ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি আমার জানা নেই। শুনেছি ঢাকা মেডিক্যাল নাকি একজন মারা গেছে, তবে কিভাবে মারা গেছে সেইটা আমার জানা নেই।

নিউজটি শেয়ার করুণ