না.গঞ্জে ছাত্রলীগের অফিসে হামলা

শেয়ার করুণ

জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন ৮নং ওয়ার্ড ছাত্রলীগের অফিস ভাংচুৃরের ঘটনা ঘটেছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে ১০-১২ সদস্যের এক দল সন্ত্রাসী ধারালো চাপাতি, রামদা, চাইনিজ কুড়াল, ছুরি, লোহার রড, কাঠ, বাঁশের লাঠি-সোটাসহ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে জোড়পূর্বক ছাত্রলীগের অফিসে প্রবেশ করে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।

হামলাকারীরা অফিসে থাকা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীরের ছবি ছেড়ে মাটিতে ফেলে দেয়। এ সময় ছাত্রলীগ কর্মী ফয়সালের বড় ভাই রাসেলকে (৩২) অফিসের পাশে পেয়ে তাকে কুপিয়ে গুরুতরভাবে জখম করে।

তার ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্বার করে তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত রাসেল উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার মনির হোসেনের ছেলে।

এ ঘটনায় রাসেল মিয়ার পিতা মনির হোসেন বাদী হয়ে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মীরকুটিরছেও এলাকার শফিকুল ইসলামের ছেলে আরিফ (২৪), আব্দুল বাতেন মিয়ার ছেলে শাহাদাত হোসেন (২৫), মৃত লোকমান মিয়ার ছেলে নূরা মিয়া (২৪), সোনা মিয়ার ছেলে হাছিব (২৫), শফিকুল ইসলামের ছেলে রাকিব (২৭), বাতেন মিয়ার ছেলে মাহি (২১), ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার মামুনের ছেলে বাইজিদ (২৪), সাজ্জাত হোসেন (২২), কাদিরের ছেলে রাকিব (২০), সুরুজ মিয়ার ছেলে শফিউল্লাকে (২০) আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, অফিস ভাংচুৃরের ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুণ