ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দায়ী করছে ছাত্রদল।
নারায়ণগঞ্জের আড়াইহাজারের কৃষ্ণপুরা এলাকায় বুধবার (২৩ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। এরপর স্থানীয় ছাত্রদল কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে গিয়ে ছিল বলে জানা গেছে ছাত্রদলের সভাপতি-সম্পাদক। নয়নের পরিবারের খোঁজখবর নিয়ে ঢাকায় ফিরছিলেন।
আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মাহমুদ উল্লাহ বলেন, পথে হামলার শিকার হয়েছে। আমরা খবর পেয়ে দ্রুত ছুটে এসেছি। এর আগেই এখানে হামলা করে আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে রক্তাক্ত করা হয়েছে। উপস্থিত স্থানীয়রা জানিয়েছেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ প্রথমে তাকে মারধর করেন। পরে তাকে আবার আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে নিয়ে মারধরে রক্তাক্ত করা হয়।
এদিকে, ঘটনার পর সন্ধ্যায় আড়াইহাজার পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাতের নেতৃত্বে এ ঝটিকা মিছিল হয়। এতে ছাত্রদলের পৌরসভা ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি দ্রুত হামলার প্রতিবাদে নানা স্লোগান দিয়ে চলে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, কোনো অভিযোগ পাইনি, খোঁজ নেওয়া হচ্ছে।