না.গঞ্জে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ছাত্রের মৃত্যু

শেয়ার করুণ

সোনারগাঁয়ে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বি মিয়া (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।  

গতকাল সোমবার দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। উপজেলার হাবিবপুর আনোয়ারা হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে।


নিহত রাব্বি মিয়া হাবিবপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে এবং হাবিবপুর আনোয়ারা হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।


নিহতের স্বজনরা জানান, রাব্বি হাবিবপুর ঈদগাহ সংলগ্ন আলি ইসলামের ছাদের উপর ঘুড়ি উড়াতে গিয়ে ১১ হাজার ভোল্টের ইলেকট্রিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়।


তারপর স্থানীয়রা প্রথমে তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। পরে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুণ