জেলার আড়াইাহজারে অজ্ঞাতনামা গাড়ির চাপায় মাসুদ মোল্লা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১ জুলাই) বিকেলে মাসুদ মোটরসাইকেলযোগে আড়াইহাজার উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন।
এসময় ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের ঝাউগড়া কারখানা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি বাহন তাকে চাপা দেয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান।
বেশ কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার (১ জুলাই) বিকেল সাড়ে চারটার ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের ঝাউগড়া কারখানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় মনোহরদী এলাকার মৃত আব্দুল কাদির মেম্বারের ছেলে। তিনি উপজেলা সদরের ইদ্রিস ম্যানসনে কাপড়ের ব্যবসা করতেন।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব এর সত্যতা নিশ্চিত করেছেন।