না.গঞ্জে গাড়িচাপায় যুবক নিহত

শেয়ার করুণ

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বৌ-বাজার এলাকায় প্রাইভেটকারের চাপায় আলমগীর নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল রোববার (২ জুলাই) রাতে বাবুরাইল বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর বাবুরাইল তারা মসজিদ এলাকার আইডিয়াল মিষ্টান্ন ভাণ্ডারের ম্যানেজার।

স্থানীয়রা জানান, স্থানীয় মনির নামে এক ব্যক্তির গাড়ির চাপায় গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান,বাবুরাইলে একজন গাড়িচাপায় আহত হলে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরন করে। নিহত এবং অভিযুক্ত গাড়ির ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুণ