না.গঞ্জে গাছ কাটা নিয়ে সংঘর্ষে এক নারীর মৃত্যু

শেয়ার করুণ

নারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়নে গাছ কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জায়েদা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে ওই নারীর মরদেহ নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। নিহত জায়েদা বেগম গোগনগর ইউনিয়নের কাইয়ুম মন্ডলের স্ত্রী।

সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরহান জানান, গাছ কাটা নিয়ে সংঘর্ষে মারধরের ঘটনা ঘটেছিল। মৃত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়েছে।

এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, আমরাও বিষয়টি শুনেছি। আমাদের ফোর্স গেছে ঘটনাস্থলে। বিস্তারিত পরে বলা যাবে।

সূত্রঃ লাইভ নারায়ণগঞ্জ

নিউজটি শেয়ার করুণ