না.গঞ্জে গলায় ফাঁস লাগিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

শেয়ার করুণ

নারায়ণগঞ্জ বন্দরে সাদিয়া আক্তার (২১) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা বেপারীপাড়া¯ প্রবাসী আশ্রাফ মিয়ার ভাড়াটিয়া ঘরে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। 


আত্মহননকারী কলেজ ছাত্রী সাদিয়া আক্তার উল্লেখিত এলাকার দিনমজুর কামরুল মিয়ার মেয়ে ও বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। 


আত্মহত্যার ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় আত্মহননকারি কলেজ ছাত্রী পিতা কামরুল মিয়া বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা রুজু করেছে। 


অপমৃত্যু মামলার বাদী জানান, প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার সকাল ৮টায় আমি ও আমার স্ত্রী জিবিকার তাগিদে কর্মস্থলে যাই। ওই দিন সন্ধ্যায় ৭টায় আমার প্রতিবেশী পিয়ার হোসেন আমার কর্মস্থল মাহামুদনগর এলাকায় এসে জানায় আমার মেয়ে কলেজ ছাত্রী সাদিয়া আক্তার আমার ভাড়াটিয়া ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফ্যাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। 


এ খবর শুনে বাসায় এসে আমি আমার আত্মীয় স্বজনরা আমার মেয়েকে খানপুর হাসপাতালে নিয়ে যাই। পরে রাত ৮টায় কর্তব্যরত চিকিৎসক আমার মেয়েকে মৃত ঘোষনা করে। 


এ ব্যাপারে বন্দর থানার এসআই মফিজুল ইসলাম জানান, এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এস লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 


আত্মহত্যার কারন জানা যায়নি। তবে আত্মহত্যার কারন জানার জন্য আমাদের পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।

নিউজটি শেয়ার করুণ