না.গঞ্জে গভীর রাতে ঘুরাঘুরি করায় ৭ যুবক আটক

শেয়ার করুণ

জেলার বন্দরে গভীর রাতে ঘুরাফেরা করায় আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটবে সন্দেহে নবীগঞ্জ এলাকা থেকে ৭ যুবককে গ্রেফতার করে কোর্টে প্রেরন করেছে বন্দর থানা পুলিশ।

গত ১৪ জুন বুধবার দিবাগত ভোর রাতে নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হচ্ছে থানার নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার মুক্তার মিয়ার ছেলে শান্ত (৩০), ইস্পাহানি এলাকার মনির হোসেনের ছেলে জীবন (৩২), সোনাকান্দা এলাকার শেখ কামালের ছেলে হৃদয় (২৬), নবীগঞ্জ এলাকার ফিরোজ মিয়ার ছেলে আকাশ (৩০), একই এলাকার রমজান মিয়ার ছেলে সিয়াম (২২), একই এলাকার মফিজুল মিয়ার ছেলে মেহেদী ও নবীগঞ্জ রুপনগর এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে রাতুল (৩৫।

এর আগে,গত ১৪ জুন বুধবার দিবাগত ভোর রাতে নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর উল্লেখিত একদল উশৃঙ্খল যুবক ঘুরাফেরা করছিল। বন্দর থানার টহল ডিউটিরত এসআই আহাদ, এএসআই রিপনসহ সঙ্গীয় ফোর্স গভীর রাতে ঘুরাফেরা করার সময় ৭ যুবককে আটক করে। এ সময় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করিলে আটককৃতরা কোন উত্তর দিতে না পারায় আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর সন্দেহে গ্রেফতার করে ১৪১ ধারায় কোর্টে প্রেরন করেন।

নিউজটি শেয়ার করুণ