বাংলাদেশ ছাত্রলীগ এর ৩০ তম সম্মেলনকে ইস্যু করে অনেকে ভূয়া চিঠি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে প্রচার করছে বলে মনে করছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের শীর্ষ নেতারা।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল স্বাক্ষরিত এক বার্তায় (৬ ডিসেম্বর) এমন তথ্য জানানো হয়। এ সব ভূয়া চিঠি জালিয়াতি, ইস্যুকারী, প্রতারণাকারী এবং অপপ্রচারকারী ব্যক্তিদের চিহিৃত করে জেলা ছাত্রলীগের দপ্তর বরাবর প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের ৩০ তম সম্মেলনকে ইস্যু করে অনেকে ভূয়া চিঠি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে প্রচার করছেন। নারায়ণগঞ্জ জেলায় ভূয়া চিঠি পদধারী ব্যক্তিদের চিহ্নিত করে জেলা ছাত্রলীগের দপ্তর বরাবর প্রেরণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।