না.গঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালাতো ভাই গ্রেফতার

শেয়ার করুণ

জেলার ফতুল্লায় তেরো বছর বয়সী কিশোরী খালাতো বোনকে ধর্ষণের অভিযোগে খালাতো ভাই সেলিমকে (২২) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে তাকে ফতুল্লার মুসলিমনগর এতিমখানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত সেলিম ফতুল্লা মডেল থানার মুসলিমনগর এতিমখানা প্রেম রোডস্থ আলমগিরের বাড়ির ভাড়াটিয়া মোজাম আলীর ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

মামলায় উল্লেখ করা হয়, মামলার বাদী তার ছেলেকে নিয়ে মুসলিমনগর এতিমখানা প্রেম রোডস্থ এলাকায় ভাড়ায় বসবাস করে আসছিল। সে বিভিন্ন বাসায় বুয়ার কাজ করে এবং তার ছেলে গার্মেন্টসে কাজ করে। একই বাসায় বাদীর বড় বোনের ছেলে গ্রেফতারকৃত সেলিম ভাড়ায় বসবাস করে গার্মেন্টসে চাকরি করে। বাদীর মেয়ে কিশোরগঞ্জে তার এক আত্মীয়ের বাসায় থেকে পড়ালেখা করে আসছিল। চলতি মাসের ৯ তারিখে বাদীর কিশোরী মেয়ে প্রেম রোডস্থ বাদীর বাসায় বেড়াতে আসে। ১১ সেপ্টেম্বর সকালে ৮ টার দিকে বাদী এবং তার ছেলে ও গ্রেফতারকৃত সেলিম নিজ নিজ কর্মস্থলে চলে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেফতারকৃত সেলিম কাজ থেকে বাসায় ফিরে এসে বাদীর মেয়েকে একা পেয়ে জোড় পূর্বক ধর্ষণ করে। বিকেলে ৫ টার দিকে একই এলাকায় ভাড়ায় বসবাস করা বাদীর বড় মেয়ে বাসায় এলে কিশোরী সম্পূর্ণ ঘটনা খুলে বলে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দ আজিজুল হক জানায়, ভুক্তভোগী কিশোরীর মায়ের দায়ের করা ধর্ষণ মামলায় ধর্ষক সোহেলকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুণ