নারায়ণগঞ্জে এশিয়ান হাইওয়েতে কভার ভ্যান ও সিএনজির সংঘর্ষের ১ যাত্রী ঘটনাস্থলে নিহত এবং ৪ জন যাত্রী আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে এশিয়ান হাইওয়ের মদনপুর টু আড়াইহাজারগামী সড়কের আন্দিরপাড় এলাকায় এ সড়ক দূর্ঘটনা সংঘটিত হয়েছে।
নিহত যাত্রীর নাম ইশরাত জাহান তানহা (১৮)। তিনি রূপগঞ্জের মুড়াপাড়া এলাকার ফারুক ভূইয়ার মেয়ে। সে এবার শহিতুন্নেসা পাইলট স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
এ সময় এলাকাবাসী ও পথচারীরা আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কভার ভ্যানটি জব্দ করে এবং লাশ উদ্ধার করেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কভারভ্যানের সাথে যাত্রীবাহী সিএনজির সংঘর্ষ ঘটে এবং ঘটনাস্থলে একজন মহিলা যাত্রী মারা যায়। আহতদের তারা হাসপাতালে নিয়ে যায়। আহতযাত্রীদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানান তারা।
সরেজমিনে দেখা যায়, সড়ক দূর্ঘটনার ফলে সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়েছে। দূর্ঘটনার ফলে রাস্তায় তীব্র যানযটের সৃষ্টি হয়।
সাইফুল ইসলাম নামে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জানান, এশিয়ান হাইওয়েতে প্রায় সময় দূর্ঘটনা ঘটে থাকে। অনেক সময় যানবাহনগুলো মহাসড়কে প্রতিযোগিতা করে চলাচল করে। এর ফলে তীব্র ভোগান্তিতে পড়ছে যাত্রী ও পথচারী।
রবিন ভূইয়া নামে একজন স্বেচ্ছাসেবী জানান, এশিয়ান হাইওয়েতে নিষিদ্ধ তিন চাকার বাহন গুলো দাপিয়ে চলাচল করে যাচ্ছে, প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহন করছে না। এছাড়া মহাসড়কের অনেক স্থানে বড়-বড় গর্ত তৈরি হয়ে আছে, এর ফলে যানবাহন গুলো চলাচলে ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে, প্রতিনিয়ত যানজট হচ্ছে এবং দূর্ঘটনার আশংকা বেড়ে গিয়েছে।
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নওফেল বিন আলম জানান, কভারভ্যানটি জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে ১ জন যাত্রী নিহত হন এবং আহতদের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। দূর্ঘটনার ফলে যানজট সৃষ্টি হয়েছিল এবং বর্তমানে যানজট নিরসন হয়েছে।