না.গঞ্জে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোরের মৃত্যু

শেয়ার করুণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহান (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসান (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপরে আদমজী-চাষাঢ়া সড়কের সুমিলপাড়া (পুরাতন সিদ্ধিরগঞ্জ থানার সামনে) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলি গ্যাসলাইন উত্তর পাড়া এলাকার বারেকের ছেলে। সোহান ও হাসান দুজনই সুমিলপাড়া এলাকার ফাস্টকেয়ার বাইকজোন নামের একটি দোকানের কর্মচারী ছিলেন।

পুলিশসূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে সোহান মোটরসাইকেলযোগে হাসানের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় নারায়ণগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সোহান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং মোটরসাইকেল চালক হাসানকে গুরুতর আহত অবস্থায় খানপুর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, দুর্ঘটনার পরই কাভার্ডভ্যান চালক কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যান। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুণ