না.গঞ্জে এক নারীকে ‘শ্বাসরোধে’ খুন

শেয়ার করুণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক নারীর মৃত্যুর এক মাস পর ময়নাতদন্তের প্রতিবেদনে ‘শ্বাসরোধে খুন’ হয়েছেন বলে জানা গেছে।

এই ঘটনায় শনিবার (২০ আগস্ট) দিবাগত রাতে ওই নারীর স্বামীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক জানান।

গত ১৭ জুলাই সকালে আড়াইহাজার উপজেলার বাজবী মধ্যপাড়া গ্রামের নিজ বাসা থেকে মহিতুন বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় তার স্বামী আব্দুর রব মিয়া পুলিশকে জানান, তার স্ত্রী পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা নিয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

ময়নাতদন্তের প্রতিবেদনে চিকিৎসক এই ঘটনা হোমিসাইডাল অর্থ্যাৎ খুন বলে উল্লেখ করেছেন জানিয়ে ওসি আজিজুল হক বলেন, শনিবার ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর রূপগঞ্জ থানার এসআই ফারুক হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় নিহত নারীর স্বামীকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুণ