না.গঞ্জে একদিনে ছয় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

শেয়ার করুণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ ও ৪০০ ফুট গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস।

আজ বুধবার (৪ জানুয়ারি) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বাঘমোচরা গ্রামে এ অভিযান চালানো হয়।

তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শাহিনুজ্জামান জানান, গোলাকান্দাইল এলাকায় তিতাস গ্যাসের বিতরণ লাইন থেকে নিম্নমানের পাইপ টেনে শত শত গ্যাসের অবৈধ সংযোগ দিয়েছে স্থানীয় একটি চক্র।

এতে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে তিতাস গ্যাস কোম্পানি। অভিযানে ওই এলাকায় ৬ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও প্রায় ৪০০ ফুট গ্যাস সঞ্চালন পাইব জব্দ করা হয়।

এসময় সোনারগাঁও শাখার উপ-সহকারী প্রকৌশলী শাহিনুজ্জামান, ফাইজুল ইসলাম, সাইফুল ইসলাম, সেলিম মিয়া ও আলী মিয়া হান্নান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুণ