না.গঞ্জে একটি মার্কেটে দুর্ধর্ষ ডাকাতি

শেয়ার করুণ

জেলার সিদ্ধিরগঞ্জে নাসিক ১ নং ওয়ার্ড হাজী রজ্জব আলী মার্কেটে একদল দুর্ধর্ষ সংঘবদ্ধ ডাকাত দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে হানা চালিয়ে ডাকাতি সংঘটিত করেছে। এ সময় ডাকাত দল দুটি দোকানে ভাংচুর করে এবং মার্কেট মালিককে মারধর করে হাত পা বেধে ফেলে।

পরে ডাকাতরা একলাখ বত্রিশ হাজার টাকা ও নতুন কাপড়ের এক গাইডসহ দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় মার্কেট মালিক আহমেদ আলী বাদি হয়ে আঃ খলিল, জিল্লুর রহমান, আব্দুল হান্নান, সুবল, সুবলের ভাগিনা হাবিব, রাসেল, আমির, রাজু মিয়ার নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ডাকাতির অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী আহমেদ আলী বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে দশটার দিকে বন্ধ মার্কেট বন্ধ করার সময় একদল দুর্ধর্ষ সংঘবদ্ধ ডাকাত হানা দেয়।

মার্কেটের নিরাপত্তা প্রহরী বিষয়টি আমাকে জানালে তৎক্ষণাৎ আমি দোতলা থেকে নিচে নেমে দেখি দেশীয় অস্ত্রে সুসজ্জিত ১০/১২ জনের ডাকাত দল ভাড়াটিয়া স্বপন ও নুরুল ইসলামের দোকানে প্রবেশ করে। একপর্যায়ে দোকানে হামলা ও ভাঙচুর করতে থাকে। এ সময় দোকানের ভিতরে থাকা ডেকোরেশন কারিগরদেরও মারধর করে।

এ সময় বাধা দিলে ডাকাতরা আমাকেসহ মার্কেটের কর্মচারী ও নিরাপত্তা প্রহরীকে মারধর করে। এক পর্যায়ে আমার দুই হাত বেঁধে ফেলে এবং আমার সাথে থাকা মার্কেটের ভাড়া আদায়ের এক লাখ বত্রিশ হাজার টাকা ও নতুন কাপড়ের এক গাইডসহ দোকানের মালামাল নিয়ে যায়। এ সময় ডাকাতদের কয়েকজন চিলে ফেলায় তারা প্রাণ নাশের হুমকি দিয়ে যায়।

এদিকে রজ্জব আলী মার্কেটে ডাকাতির ঘটনায় ব্যবসায়ী ও এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পুলিশ প্রশাসনের নিকট ডাকাত দলের গ্রেপ্তারের দাবি জানায় ব্যবসায়ীরা।

ঘটনাস্থল পরিদর্শন করা সিদ্ধিরগঞ্জ থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) রাজ্জাক বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। অভিযোগের সূত্রধরে বিষয়টি তদন্তরাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

নিউজটি শেয়ার করুণ