জেলার বন্দরে বৈদুতিক র্শট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় একটি টং দোকান পুড়ে গিয়ে ২ লাখ টাকা ক্ষতিসাধন হওয়ার খবর পাওয়া গেছে।
গত রোববার (২৫ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে সাথে নিয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্থ টং দোকান মালিক আলম মিয়া জানান, ২ লাখ টাকা কিস্তি উত্তেলন করে টং দোকানে নতুন ফ্রিজ, আসভাবপত্র, চা বিক্রির জন্য চুলা সিলিন্ডারসহ কনফেকশনারী আইটেম মালামাল সবে মাত্র তোলেছি। দিনে দোকানদারি করে সন্ধায় দোকান বন্ধ করে রাতে একটি বিয়ের অনুষ্ঠানে যাই। কিভাবে দোকানে আগুন লাগলো বলতে পারব না। আমার দোকানের সব মালামাল শেষ আমি নিঃশ^ হয়ে গেছি ভাই।
এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ জানান, অগ্নিকান্ডের ঘটনার সাথে সাথে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। প্রাথমিক ভাবে ধারনা করছি বৈদুতিক র্শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে।