নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ অফিস ভাঙচুর মামলায় নাজমুল হাসান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালুপাড়াগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে, বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত নাজমুল হাসান বড়ালুপাড়াগাঁও এলাকার রফিক খাঁনের ছেলে।
জানা গেছে, ২০২১ সালে রূপগঞ্জের বড়ালু পাড়াগাঁও এলাকায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন বাদী হয়ে ৯জনকে নামীয় আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি নাজমুল হাসান।
গ্রেফতারের বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়ালুপাড়াগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।