না.গঞ্জে আ.লীগের মহড়ার পর বিএনপির সমাবেশ স্থগিত

শেয়ার করুণ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ দলীয় দুই কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে হতে যাওয়া জেলার রূপগঞ্জ থানা ও পৌরসভা (বরপা) বিএনপির সমাবেশ স্থগিত করা হয়েছে।

আজ রোববার সকাল ১০ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারাবো পৌরসভা ও থানা বিএনপি’র এই সমাবেশেটি হওয়ার কথা ছিলো বরপা বিশ্বরোড এলাকায়। তবে একই সময় সেই স্থানে আওয়ামীলীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা শোডাউনের করার পর নিজেদের সমাবেশের ডাক দিলে, বিএনপির সমাবেশটি স্থগিত করা হয়।

জানা গেছে, বিএনপি’র এই সমাবেশকে কেন্দ্র করে আজ রোববার সকাল থেকেই বরপা বিশ্বরোড এলাকায় জড়ো হয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। এ সময় তারা সেখানে শোক দিবসে অনুষ্ঠান পালন করে। তাই বিএনপির নেতাকর্মীরা বিষয়টি জানতে পেরে, বিব্রতকর পরিস্থিতি এড়াতে তাদের নিজেদের কর্মসূচি বাতিল করে দেয়। তবে বিএনপির এই সমাবেশ পরে অন্য কোনো স্থানে আয়োজন করা হবে বলেও জানা গেছে।

এমন ঘটনার পর বিএনপি নেতাদের ভাষ্য, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বরপা বিশ্বরোড এলাকায় সমাবেশ করা কথা ছিলো। এ বিষয়ে প্রশাসনের কাছে আমরা চিঠিও পাঠিয়েছিলাম। তবে আওয়ামীলীগের নেতাকর্মীরা একই স্থানে নিজেদের সমাবেশ ডাক দিয়েছে। তারা পুরো তারাবো এলাকায় মটর সাইকেল নিয়ে মহড়া দিয়েছেন। এবং আমরা যাতে সমাবেশ না করি সেজন্য বাড়িঘরে গিয়ে হুমকিও দিয়েছে। তাই আমরা আমাদের সমাবেশ স্থগিত করেছি।’

নিউজটি শেয়ার করুণ