না.গঞ্জে আল আমিন নামে এক যুবকের মরদেহ উদ্ধার

শেয়ার করুণ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার এক বিল থেকে আল-আমিন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে সোনারগাঁ উপজেলার হামছাদি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত আল-আমিন সোনারগাঁর সমান্দি এলাকার জাকারিয়ার ছেলে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এহসান জানান, উপজেলা এলাকার একটি বিল থেকে আল-আমিন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশে পচন ধরেছে। মৃত্যুর কারণ জানার জন্য ময়নাতদন্ত করতে লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুণ