না.গঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ,গুলিবিদ্ধ ১

শেয়ার করুণ

নারায়ণগঞ্জের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে।

বুধবার (১০ মে) দুপুর ৩টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ ওই ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত ব্যক্তির নাম সৈয়দ খা(৬০)। সে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার দুই নম্বর ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে।

প্রতক্ষদর্শীরা জানান, জয়নাল গ্রুপের সঙ্গে শমসের ও শাহাবুদ্দিন গ্রুপের সংঘর্ষ বাধে। এ সময় উভয়ের গ্রুপের বেশ কয়েকজন এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এতে সৈয়দ মিয়া নামে এক দিনমজুর গুলিবিদ্ধ হন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সংবাদ পাওয়া গেছে।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান লাইভ নারায়ণগঞ্জকে জানান, দীর্ঘদিন যাবত চনপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়নাল গ্রুপ ও শমসের গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বের জের ধরে দুপুর ৩টার দিকে হঠাৎ সংঘর্ষ শুরু হয়। এ সময় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার পর থেকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অবস্থান নিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া লাইভ নারায়ণগঞ্জকে জানান, আহত সৈয়দ খা‘য়ের গলার নিচে গুলি লেগেছে। সে বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। এখন আশঙ্কা মুক্ত।

নিউজটি শেয়ার করুণ