আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আগামীকাল শুক্রবার (১৪ অক্টোবর) থেকে আগামী সাতদিন বৈধ অস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে আগামী শুক্রবার (১৪ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২০ অক্টোবর) পর্যন্ত নারায়ণগঞ্জে বৈধ ও লাইসেন্সকৃত অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এসময় নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কার্যালয়।