না.গঞ্জে অস্ত্রসহ কিশোর গ্যাং এর ৪ সদস্য গ্রেফতার

শেয়ার করুণ

জেলার সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ১ টার দিকে আদমজী কদমতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বয়স ১৮ বছরের কম।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ কুন্ডু বাদী হয়ে ১৪ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গতকাল রাতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করি। মামলার প্রেক্ষিতে আজ তাদের বিরুদ্ধে গ্রেফতার দেখানো হয়েছে। তারা সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত। তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুণ