না.গঞ্জে অসুস্থ বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেল সন্তানেরা

শেয়ার করুণ

জেলার বন্দরে অসুস্থ বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে রেখে গেছেন তার সন্তানরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব নিয়ে ওই মাকে বন্দর উপজেলো স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ২টায় তাকে উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত-এ-খুদার নির্দেশে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফয়সাল কবির একরামপুর এলাকা থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বয়সের ভারে ন্যুব্জ হয়ে যাওয়া ওই মায়ের স্মরণশক্তি কমে যাওয়ায় তার নাম পরিচয় সনাক্ত করা যায়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বন্দরের একরামপুর এলাকায় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওই নারীকে তার স্বজনেরা বন্দরের একরামপুর এলাকায় ফেলে যায়। এরপর থেকেই রাস্তায় ঠাঁই হয় ওই মায়ের। স্থানীয়রা উদ্যোগ নিয়ে রাস্তার পাশে ফুটপাতে একটি কৃষ্ণচুড়া গাছের নিচে ত্রিপল দিয়ে ঢেকে তার থাকার ব্যবস্থা করেছেন। গত পনের দিন যাবৎ তার খাবারের ব্যবস্থা করেছেন তারা। অসুস্থ মা তার নাম পরিচয় বলতে পারছেন না।

বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবির বলেন, স্থানীয় এক গণমাধ্যমকর্মীর মাধমে খবরটি জানতে পেরে বন্দর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই মায়ের বয়সের ভারে স্মরণ শক্তি লোপ পেয়েছে। তার কথাবার্তা অসংলগ্ন ও অসম্পূর্ণ। তাই তার পরিচয় জানা যায়নি। যারাই এই গর্হিত কাজ করেছেন আমি আশা করি তারা অনুতপ্ত হয়ে মাকে ঘরে ফিরিয়ে নিবেন। এছাড়াও যদি কেউ তাকে চিনে থাকেন তবে বন্দর উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।

তিনি আরও বলেন, বৃদ্ধ মায়ের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন। আপাতত তাকে এখানেই রাখা হবে। যদি পরিবার এগিয়ে আসে তবে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুণ