নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন বাসা-বাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগের দুই কিলোমিটার এলাকার ৪৫০সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী ) বিকাল পর্যন্ত উপজেলা আড়াইহাজার পৌরসভা চামুরকান্দি ও ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সোনারগাঁও অঞ্চলের ব্যবস্থাপক মোঃ মেজবাউর রহমান।
তিনি জানান, অভিযানে ২ ইঞ্চি ডায়া ১০০ ফুট ও দেড় ইঞ্চি ২০০ ফুট পাইপ উচ্ছেদ করে আনা হয়। এতে প্রায় দুই কিলোমিটার এলাকার ৪৫০ বাড়ির চার হাজার পরিবারের চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এছাড়াও একটি চায়ের দোকানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
চায়ের দোকান থেকে একটি ৪৫ সিএফটি স্টার বার্নার অপসারণ করা হয়৷ রাষ্ট্রীয় এ সম্পদের চুরি ঠেকাতে তাদের এ অভিযান অব্যাহত রয়েছে। এসময় উপ- ব্যবস্থাপক প্রকৌশলী সুরুয আলম সঙ্গে ছিলেন।