শ্বশুড় বাড়ি থেকে পিত্রালয়ের বেড়াতে এসে অটোরিক্সা উল্টে গিয়ে মানহা (২) নামে এক শিশু নিহত হয়েছে। গত মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের হাজীপুর এলাকায় এ সড়ক দূর্ঘনাটি ঘটে।
নিহত শিশু মানহা মুন্সিগঞ্জ জেলার পানামস্থ মীরকাদিম এলাকার দুবাই প্রবাসী পারভেজ মিয়ার মেয়ে বলে জানা গেছে। প্রত্যেক্ষদৃশি সূত্রে জানা গেছে, গত ৯ মাস পূর্বে মুন্সিগঞ্জ জেলার পানামস্থ মীরকাদিম এলাকার পারভেজ মিয়া তার স্ত্রীকে বন্দর উপজেলার নবীগঞ্জের রুপনগরস্থ তার ম্ভমূড় বাড়িতে রেখে বিদেশ গমন করে।
এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার বিকেলে প্রবাসী পারভেজ মিয়ার স্ত্রী তার ২ বছরের শিশু কন্যা মানহাকে নিয়ে মুন্সিগঞ্জ থেকে অটোরিক্স যোগে তার পিত্রালয় বন্দরে নবীগঞ্জ রুপনগর এলাকায় আসার পথে হাজীপুর এলাকায় হাঠাৎ অটোরিক্স উল্টে গিয়ে ২ বছরের অবুঝ শিশু মানহা গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় আহত শিশু মানহাকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু মানহাকে মৃত ঘোষনা করে। পরে ওই দিন রাত ১১টায় শিশু মানহা জানাযা শেষে নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়।
এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন অপমৃত্যু মামলা দায়ের হয়নি বলে থানার ডিউটি অফিসার সূত্রে আরো জানা গেছে।