না.গঞ্জে অটোরিকশার ধাক্কায় সিনিয়র আইনজীবী নিহত

শেয়ার করুণ

অটোরিকশার ধাক্কায় নারায়ণগঞ্জে এক সিনিয়র আইনজীবী নেতার মুত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত কর অঞ্চল নারায়ণগঞ্জ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বজলুর রহমান। সে নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া সিদ্ধিরগঞ্জে অবস্থিত প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিঃ এর পরিচালক বলে জানা গেছে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন লাইভ নারায়ণগঞ্জকে জানান, দুপুরে অটোরিকশার সাথে ধাক্কা লেগে। আহত অবস্থায় প্রথমে খানপুর ৩‘শ শয্যা হাসপাতাল, পরে সিদ্ধিরগঞ্জের প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

তাঁর মৃত্যুর বিষয় জানিয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি খালেদ হায়দার খান কাজল বলেন, দুপুরে নারায়ণগঞ্জ কর অঞ্চলে গিয়ে ছিলেন বজলুর রহমান। ফেরার পথে অটোরিকশার সাথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুণ