নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জাকির খান কী আবারও প্রকাশ্য রাজনীতিতে আসছেন? এ প্রশ্ন এখন নগর জুড়ে মানুষের মাঝে।
২০০৩ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হত্যা মামলার আসামী হয়ে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান জাকির খান। তার পর থেকে মুলত নারায়ণগঞ্জের রাজনীতিতে অদৃশ্যই ছিলেন জাকির খান। বিএনপির বিভিন্ন সভা সমাবেশে জাকির খনের সমর্থকদের জাকির খানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে হাজির হতে দেখা গেছে।
কিন্তু সম্প্রতি র্যাবের জালে ধরা পড়ে জাকির খান আসেন প্রকাশ্যে। অস্ত্র মামলায় গ্রেফতার হওয়ার মাধ্যমেই মুলত প্রকাশ্যে আসেন জাকির খান। র্যাবের প্রেস ব্রিফিং এ জানানো হয় দীর্ঘদিন যাবৎ গা ঢাকা দিয়ে রাজধানীতে বসবাস করছিলেন জাকির খান। মুলত সেখান থেকেই পর্দার পিছন থেকে না.গঞ্জের রাজনীতির মাঠে চষে বেড়াতো তার সমর্থকরা।
গ্রেফতারের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল থেকে শুরু করে জেলার নেতৃবৃন্দ ও গ্রেফতারের নিন্দা জানিয়েছে। জাকির খানের গ্রেফতারের নিন্দাকে কার্যত নিজেদের লোক হিসেবে জাকির খানকে স্বীকৃতি দেওয়া বলেই মনে করছে জাকির খানের সমর্থকরা।
নারায়ণগঞ্জ শহরের অলগলিও ছেয়ে গেছে জাকির খানের মুক্তির দাবিতে পোস্টারে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা আইনী প্রক্রিয়ায় কারাগার
থেকে মুক্তি মিললে বিএনপির সক্রিয় রাজনীতিতে প্রকাশ্যে আসতে পারেন জাকির খান। নতুন মাত্রা পেতে পারে বিএনপি আন্দোলন সংগ্রাম। তবে দীর্ঘ আইনী প্রক্রিয়া পার হয়ে কবেই মুক্তি পাবেন জেল থেকে? আর গ্রুপিয়-কোন্দলে জর্জরিত নারায়ণগঞ্জ বিএনপি তাকে রাজনীতির মাঠে কতটা যায়গা দিবে সেটাও দেখার বিষয়।