না.গঞ্জের মহাসড়কে জামাতের ঘন্টাব্যাপী শোডাউন

শেয়ার করুণ

না.গঞ্জের মহাসড়কে জামাতের ঘন্টাব্যাপী শোডাউন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুরে প্রায় ঘন্টাব্যাপী অবস্থান করে হাজারো নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।

আজ রোববার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত এ বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

এসময় তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নানা স্লোগান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ফেস্টুন প্লাকার্ড নিয়ে মিছিলে অংশ নেন।

মিছিলটি কাঁচপুরের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঘুরে কাঁচপুর ব্রিজের পাশে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

তবে এ ব্যাপারে জেলা জামায়াতের কারো নাম বা বক্তব্য পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, কোন মিছিলের পূর্বানুমতি ছিলনা, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুণ