নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পনগরী এলাকায় এসরোটেক্স গ্রুপের ফারিহা নিট টেক্স লিমিটেড কারখানায় মুসলমানদের আদি পিতা হযরত আদম আ. এর ব্যঙ্গচিত্র যুক্ত টি শার্ট বানানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় শ্রমিকরা কর্মবিরতিতে গিয়ে রাস্তা অবরোধ করলে বিকালে এসরোটেক্স গ্রুপের পক্ষ থেকে ঘটনার জন্য দু:খ প্রকাশ করে।
প্রত্যক্ষদর্শীদের মতে সকাল আনুমানিক ১১ টার দিকে এসরোটেক্স গ্রুপের ফারিহা নিট টেক্স লিমিটেড এর কারখানায় হযরত আদম আ. এর ব্যঙ্গচিত্র যুক্ত টি শার্ট বানানো হচ্ছিল। শ্রমিকদের নজরে ব্যাপারটি আসলে তারা উত্তেজিত হয়ে রাস্তায় নেমে আসে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রমিকরা কর্মবিরতি দিয়ে রাস্তা অবরোধ করে রাস্তায় নেমে আসে। এই খবর আশেপাশের কারখানাগুলোতে ছড়িয়ে পড়লে আশেপাশের কারখানা থেকেও শ্রমিকরা এসে তাদের সাথে যোগ দেয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে তাদের আশ্বস্ত করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
দুপুরের দিকে আশেপাশের সব ফ্যাক্টরিতে এই খবর ছড়িয়ে পড়লে অবস্থার অবনতি ঘটে। শ্রমিকরা ভাংচুর চালায় ফারিয়া টেক্স ফ্যাক্টরিতে। পরিস্থিতি নিয়ন্ত্রনে বিসিক এলাকায় শিল্প পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ঘটনার পর বিকালের দিকে
এসরোটেক্স গ্রুপের পক্ষ হতে দুঃখপ্রকাশ করা হয়।
নিজেদের ফেসবুক পেজে কর্তৃপক্ষ জানায়,
আপনারা অনেকেই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের একটি কারখানায়
কাস্টমারের দেওয়া একটি পোশাকের ডিজাইন নিয়ে কিছু বিতর্ক দেখা দিয়েছে।
এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। আমরা আপনাদেরকে
আশ্বস্ত করতে চাই যে আমরা সমস্যাটি সংশোধন করার জন্য ইতিমধ্যে পদক্ষেপ
নিয়েছি। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করতে
আমরা আরও বেশি সতর্ক থাকব।